"সিনেমাফ্যামিলি" পত্রিকার পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। সংগ্রহ করুন। এখান থেকে-- CLICK HERE

"The Call Of The Wild" : কুকুরের মানবিকতার গল্প / Review / CinemaFamily / -- সুদর্শন আজাদ

(কুকুরকে বলা হয় মানুষের শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু কেন বলা হয় তা এই মুভির মূল চরিত্র "বাক" এর সংগ্রাম দেখলে বুঝবেন। আপনি যদি কুকুরের ভক্তও না হন তাহলেও এই মুভি আপনার মনে এই অবলা জীবের প্রতি ভালবাসা এনে দেবেই। চোখে জল এসে যাবে তার জন্য।)

• লিখেছেন -- সুদর্শন আজাদ

The Call Of The Wild, 2020

Movie :  The Call Of The Wild
️Year : 2020
️Genre : Adventure, Family & Drama
Country : United States
Runtime : 1:39:40
Rank: Imdb : 6.8, 88% গুগুল ব্যবহারকারী এই মুভিটি পছন্দ করেছেন।


যুধিষ্ঠির আর কুকুরের গল্পটা জানেন? মহাপ্রস্থানের সময় যুধিষ্ঠিরের সঙ্গ নেয় একটি কুকুর। তিনি যখন স্বর্গদ্বারে পৌঁছলেন তখন ইন্দ্র রথে চেপে যুধিষ্ঠিরের কাছে এসে তাঁকে রথে উঠতে বলেন স্বর্গে যাওয়ার জন্য। কিন্তু যুধিষ্ঠির জানালেন তাঁর আত্মীয়দের ফেলে তিনি স্বর্গ যেতে অপারগ । ইন্দ্র বলেন তাঁরা দেহত্যাগ করে আগেই স্বর্গে গেছেন । কিন্তু যুধিষ্ঠির জানালেন তাঁর সাথে আসা কুকুরকেও তিনি সঙ্গে নিয়ে স্বর্গে প্রবেশ করবেন। কিন্তু ইন্দ্র নারাজ। যাঁর সাথে কুকুর থাকে তিনি স্বর্গে যেতে পারেন না । অর্থাৎ কুকুরের স্বর্গে যাওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু যুধিষ্ঠির বলেন, "শরণাগতকে ভয় দেখানো, স্ত্রীবধ, ব্রহ্মস্বহরণ ও মিত্রবধ এই চার কার্যে যে পাপ হয়, ভক্তকে ত্যাগ করলেও সেই পাপ হয়!"--তাই তিনি ভক্তকে ত্যাগ করবেন না । হঠাতই সেই কুকুর ভগবান ধর্মের রূপ নিল। নিজ রূপ ধরে ভগবান ধর্ম বললেন স্বর্গে যুধিষ্ঠিরের তুল্য ধার্মিক আর কেউ নেই । তাই তিনি স্বশরীরে স্বর্গারোহণ করে অক্ষয়লোক লাভ করবেন । আসলে ভগবান ধর্ম কুকুরের রূপ নিয়ে যুধিষ্ঠিরের ধর্ম ও নীতি পরিক্ষা করছিলেন।

এই পুরাণকাহিনী আমাদের দেখিয়ে দেয় কুকুর মানুষের কত বড় বন্ধু হলে তাকে নিয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরও স্বর্গে যেতে চান।

বলা হয় কুকুরকে তুমি যদি একবেলা খাবার দাও সে তোমার আজীবন বন্ধু হয়ে যাবে, কোনো স্বার্থ ছাড়াই। কুকুরকে বলা হয় মানুষের শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু কেন বলা হয় তা এই মুভির মূল চরিত্র "বাক" এর সংগ্রাম দেখলে বুঝবেন। আপনি যদি কুকুরের ভক্তও না হন তাহলেও এই মুভি আপনার মনে এই অবলা জীবের প্রতি ভালবাসা এনে দেবেই। চোখে জল এসে যাবে তার জন্য।

"বাক" ছোট থেকে পরম আদরে মানুষ হয়। এক বিচারকের বাড়িতে। দুষ্টুমিতে সে যেন নোবেল পেয়ে যাবে-- এমন ওস্তাদ। সবকিছু লণ্ডভণ্ড করতে বাকের জুড়ি নেই। আর এতে যেন তার মনিবের প্রচ্ছন্ন প্রশ্রয়ই ছিল। সে একটা দুষ্টু বালকের মত চারিদিক এলোমেলো করে দিত। বিচারক শুধু তার পাশে বসে বলেন, বাক তুমি কেন এমন করো। যাও আজ তুমি ঘরের বাইরে থাকবে। তোমার অপরাধের সাজা এটাই।

কিন্তু বাকের জীবন হঠাৎ পালটে যায়। যে বিচারক মনিব তাকে সন্তানস্নেহ দিয়ে মানুষ করেছে তাকেই বাক হারিয়ে ফেলে...

তারপর?বাক কি তার পিতৃতুল্য মনিবকে ফিরে পায়?নাকি হারিয়ে ফেলে চিরতরে?পৃথিবীময় জীবনযুদ্ধে সে কি একা হয়ে গেল?

জানতে হলে এই মুভিটি আপনাকে দেখতেই হবে। কুকুরের মানবিকতা নিয়ে এমন গল্প আর দ্বিতীয় নেই।
খুব ছোটবেলায় স্কুল লাইব্রেরীর একটা বইয়ে গল্পটা পড়ি। একটা কুকুরের মানবিকতার গল্প। ( কুকুরের মানবিকতা হতে পারে?আমার মতে পারে! )। ১৯০৩ সালে প্রকাশিত ঔপন্যাসিক জ্যাক লন্ডন রচিত সেই কালজয়ী গল্প "দ্য কল অব দ্য ওয়াইল্ড"-এর চলচ্চিত্রায়ন এই মুভিটি। না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। আশা করছি হতাশ হবেন না।

ট্রেলার: https://youtu.be/5P8R2zAhEwg
বাংলা সাবটাইটেল: https://subscene.com/subtitles/the-call-of-the-wild-2020/bengali/2177893?


© CinemaFamily. All rights reserved. Developed by Jago Desain