'Invictus' : দেশের দুটো গোষ্ঠীর মধ্যে পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে ওঠার গল্প ( Invictus / 2009 / Recommendation / CinemaFamily )
-- দীপ মিত্র
![]() |
Invictus : 2009 |
Film: Invictus / 2009
Director: Clint Eastwood
Countries: South Africa, United States
Languages: Afrikaans, English, Māori, Southern Sotho, Xhosa, Zulu
Release date: 2009
IMDb: 7.3/10
১৯৯২ এ সাউথ আফ্রিকায় আপার্থাইড উঠে গেছে। ইতিহাসের এই তথ্যটায় জেনেছি কৃষ্ণাঙ্গ দের শেতাঙ্গদের সাথে সমতার গল্প। কিন্তু সেখানেই কি দীর্ঘ যুদ্ধের শেষ!!
যে দেশে শেতাঙ্গরা প্রভুত্ব ফলিয়েছে সেখানে এখন তাদের সমানে উঠে এসেছে কৃষ্ণাঙ্গরা,শেতাঙ্গদের মনে ভয় তাদের ওপর জুলুম হবে এখন যেমন হয়েছে জাম্বিয়ায়,জিম্বাবুয়েতে। রাষ্ট্রপতি নেলসন মান্ডেলার সামনে দেশ গড়ার আগে বড়ো টাস্ক, শেতাঙ্গদের মনের ভীতি কাটিয়ে দেওয়া। খুব সুক্ষ্ম জিনিসও তার চোখ এড়ায় না,সময়টাই এমন যে কিছুই এড়ানোর জো নেই।সেটা invictus springbok rugby team এর নাম, emblem পালটানোর বিষয়ই হোক না কেনো!!
নতুন দেশ আয়োজন করছে রাগবি বিশ্বকাপের,কোনো আশা নেই সাফল্যের। কোনো সাফল্য কেউ কামনাও করে না। কৃষ্ণাঙ্গরা এই খেলা জানে না। তাদের মাথাব্যথা নেই, তাদের জীবন শুধু ফুটবল আর শেতাঙ্গরা জানে এই টিম কেবল আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে নামছে। এদের কোয়ালিফাই করার যোগ্যতাই নেই।
প্রেসিডেন্ট মান্ডেলা তা হতে দিতে পারেন না। তিনি তা হতে দেবেন না। নতুন দেশে নতুন সূর্য উঠবে না তা হয় না। springbok রা জিতবে নতুন দেশে তারা জিতবে,তাদের সব সমর্থক দের জন্য জিতবে জয়ের আনন্দে এক হয়ে যাবে কৃষ্ণাঙ্গ শেতাঙ্গ ভেদাভেদ।
(মূলত স্পোর্টস ফিল্ম ভেবে দেখতে বসেছিলাম,কিন্তু এই মুভি স্পোর্টস মুভির চেয়ে অনেক বেশি৷ Invictus এ নতুন একটা দেশে দুটো গোষ্ঠীর মধ্যে পারস্পরিক অবিশ্বাস আর সেই অবিশ্বাস কাটিয়ে উঠে এক সাথে নতুন দেশ তৈরির ছবি ফুঁটে ওঠে। নেলসন ম্যান্ডেলার ভূমিকায়, মর্গান ফ্রিম্যানের জবাব নেই।)