(বহুদিন বাদে একটি ছবি দেখলাম বাংলা ভাষায়, যেখানে নির্মাতা কোনও নিরালম্ব অবস্থানে নেই, সে সর্বজ্ঞ কথক নয়। এই ছবির পরতে পরতে রয়েছে নির্মাণের সঙ্গে সংলাপ।)
• লিখেছেন: প্রিয়ক মিত্র
Movie : ঝিল্লি ( Jhilli )
Directed by : ঈশান ঘোষ ( Ishaan Ghose )
Written by : Ishaan Ghose
Produced by : Goutam Ghose, Ishaan Ghose
Starring : Bitan Biswas, Shombhunath De,
Sayandeep Guha, Aranya Gupta, Sourav Nayak
Soumajit Ghosh, Rajarshi Das
Release date: 29 November 2021 (Italy)
Running time : 93 minutes
Country : India
Language : Bengali
Budget : 5,000,000
• কিছু কিছু সিনেমা নিয়ে লিখতে সময় লাগে। ঈশান ঘোষের 'ঝিল্লি' দেখে কি আমি মুগ্ধ? না। প্রশ্নাতীতভাবে ভাল লেগেছে এই ছবি? না। কারণ এই ছবির ক্ষেত্রে তা হওয়ার কথা নয়। বহুদিন বাদে একটি ছবি দেখলাম বাংলা ভাষায়, যেখানে নির্মাতা কোনও নিরালম্ব অবস্থানে নেই, সে সর্বজ্ঞ কথক নয়। এই ছবির পরতে পরতে রয়েছে নির্মাণের সঙ্গে সংলাপ। প্রতিটি দৃশ্য আসলে একখণ্ড করে সংশয়।
চার্লস বুকোস্কি-র 'হ্যাম অন রাই'-এর চিনাস্কি ব্যস্ত ছিল ঘুপচি আঁধারের আত্মরতি ও নেশামনে, কারণ তার শৈশব, কৈশোর অভিশপ্ত। সে যখন ঝকঝকে স্কুলে গেল, মসৃণ বাচ্চাদের মধ্যে, সে বেমানান হয়ে গেল সেখানে। চিনাস্কির লম্পট, অত্যাচারী বাবা ছিল, নির্যাতন সহ্য করে উদাসীন হওয়া মা ছিল। 'ঝিল্লি'-র বকুল, গণেশ, চম্পারা দৃশ্যত অনাথ। জঞ্জালে, আবর্জনায়, ডেনড্রাইটের প্লাস্টিকে তাদের যে জীবন, সেই জীবন এক অর্থহীন, হিংস্র পাগলামির দেওয়ালে গিয়ে ঠেকে, যখন নগরের রং এই আবর্জনা, মৃতদেহ, গরুর হাড়, রক্তবমির পাহাড়, ড্রেনের জলের ঝিলের নিসর্গে এসে লাগে। ফুকো-কথিত 'ইনস্যানিটি'-র
এই ছবি অস্বস্তিকর, আবার নয়ও। কারণ এই ছবির গোটা ইমেজের চলাচলটাই আমাদের অপরিচিত। যতটুকু পরিচিত, আমাদের অস্বস্তি দেয় সেটা। সেখানেই আমাদের অস্তিত্ব সবচেয়ে বড় থাপ্পড় খেয়েছে আসলে।
'ঝিল্লি' বিশ্ব বাংলার হাওয়াকলের দৈত্যর সামনে আশ্চর্য ডন কিহোতের গল্প।