( ‘কারাগার’ পার্ট ১ এ আমরা দেখি একটি চরিত্র ২৫০ বছর ধরে জীবিত। জেলে বন্দি। হঠাৎ ঢাকার আকাশনগর কেন্দ্রীয় কারাগারের একটি সেলে তাকে আবিষ্কার করে প্রহরীরা। যার তালা খোলা হয়নি ৫০ বছর ধরে। )
লিখেছেন : সুদর্শন আজাদ
• কারাগার - পার্ট ১ (২০২২)
• জনর : মিস্ট্রি
• কাস্ট : চঞ্চল চৌধুরী, আফজাল হোসাইন, ইনতেখাব দিনার, এফ এস নাঈম, তাসনিয়া ফারিন, একে আজাদ সেতু প্রমুখ।
• পরিচালনা : সাইদ আহমেদ শাওকি
• এপিসোড : ৭টি
• প্ল্যাটফর্ম : হইচই
• আইএমডিবি রেটিং : ৮.৭/১০
অগস্ট মাসে একটি বাংলা সিরিজ নিয়ে গোটা টলিউডে হইচই পড়ে গিয়েছিল। ওপার বাংলার কলাকুশলী নির্মিত একটি ওয়েব সিরিজ় এমন রহস্য তৈরি করে যে বাংলা চলচ্চিত্র দুনিয়ায় অনেকেই বলতে বাধ্য হয়েছেন যে এমন ওয়েব সিরিজ় বাংলায় আগে হয়নি। ‘কারাগার’ দুই বাংলাতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। চঞ্চল চৌধুরীর নির্বাক অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।
১৯ অগস্ট ২০২২। ‘কারাগার’ পার্ট ১ ওয়েবসিরিজটি মুক্তি পায়। মূল চরিত্রে অভিনয় করেন বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল এই ‘কারাগার’ সিরিজটি।
‘কারাগার’ পার্ট ১ এ আমরা দেখি একটি চরিত্র ২৫০ বছর ধরে জীবিত। জেলে বন্দি। হঠাৎ ঢাকার আকাশনগর কেন্দ্রীয় কারাগারের একটি সেলে তাকে আবিষ্কার করে প্রহরীরা। যার তালা খোলা হয়নি ৫০ বছর ধরে। সেখানে রহস্যজনক এই আসামিকে দেখে চমকে ওঠে জেলের অফিসার সহ থেকে আসামী। আর দু’বাংলার দর্শক চমকে উঠেছিল অভিনেতার অভিনয় দেখে। সেই হঠাৎ উদয়প্রাপ্ত আসামী বোবা কালা। দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। কথাও বলতে পারে না, শুনতেও পারে না। গায়ে মারের দাগ। তিনিই আকার ইঙ্গিত ইশারায় বুঝিয়ে দেন তিনি মীরজাফরের খুনি।
কিন্তু সত্যিই কী তিনি ২৫০ বছর ধরে বেঁচে আছেন? কী তার পরিচয়? এই রহস্য জিইয়ে রেখেই শেষ হয় কারাগারের প্রথম সিজন। আর তারপরেই নির্মাতা সাঈদ আহমেদ শাওকি পরিচালিত এ সিরিজটি ঝড় তোলে সিনেমাপ্রেমীদের মধ্যে।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া আফজাল হোসাইন, ইনতেখাব দিনার, এফ এস নাঈম, তাসনিয়া ফারিন প্রত্যেকের অভিনয় এই সিরিজটিকে অসাধারণ করে তুলেছে। ‘কারাগার’ নামের এ সিরিজটির প্রথম পার্ট মুক্তি হয়েছিল আগস্টে। ইতিমধ্যেই এসে গিয়েছে এর দ্বিতীয় পার্ট। এই সিরিজের অন্যতম একটা দিক হচ্ছে যে, এখানে প্রতিটি চরিত্রকে গল্প অনুযায়ী গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধান চিরিত্রে চঞ্চল চৌধুরী আছেন ঠিকই তবে এখানকার প্রত্যেক অভিনেতা নিজেদের ঢেলে দিয়েছেন তা সহজেই বোঝা যায়। এই সিরিজটায় প্রায় প্রতিটা ক্যারেক্টরের মধ্যে সাস্পেন্স রয়েছে।
জেলার মোস্তাকের চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার। প্রতিটি সংলাপে তার রাগ, ভয়, দুশ্চিন্তা একেক সময় একেক পরিবর্তন অসাধারণ।
তাসনিয়া ফারিনও দুর্দান্ত। তার অভিনীত চরিত্রটিকে বাস্তব করে তুলতে পেরেছেন। আশফাকের চরিত্রে এফ এস নাঈম প্রশংসনীয়।
পরিচালক আহমেদ শাউকির মেগাহিট সিরিজ ছিলো ‘তকদীর’ (২০২০)। আপনারা যারা এখনও এই পরিচালকের কোনো কাজ দেখেন নি, তারা অবশ্যই ‘কারাগার পার্ট ১’ ও ‘কারাগার পার্ট ২’ দেখে নিন।