"সিনেমাফ্যামিলি" পত্রিকার পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। সংগ্রহ করুন। এখান থেকে-- CLICK HERE

"খাদ" / ২০১৪ : এই যে ওপরে উঠিয়ে হঠাৎ করে নিচে নামিয়ে দেওয়া এটাই সিনেমা! -- সোমতীর্থ দে দাস ( Khaad / 2014 / Review / CinemaFamily )

(সকাল হচ্ছে নতুন এক দিন, রাত্রি শেষে সবাই নতুন দিনের আগমনে নেমেছে। ঠিক সে সময়,একটা গভীর ধাক্কা!)

• লিখেছেন -- সোমতীর্থ দে দাস

খাদ : ২০১৪

ছবির নাম: খাদ ( Khaad / 2014 )
পরিচালক : কৌশিক গাঙ্গুলি ( Kaushik Ganguly )
দেশ: ভারত ( India )
ভাষা: বাঙলা ( Bengali )
মুক্তির বছর: ২০১৪ [ 2014 ]


• আসলে আজকাল সিনেমা তেমন দেখলে,মোবাইল এই দেখি পরের দিন আর মনে থাকে না,জায়গা ফাঁকা করার জন‍্য ডিলিট করে দেই।কিন্তু আগে যখন অনেক সময় ছিল মনে করে সিনেমা দেখে,সিনেমা শেষ করে যত্নে সেটি ল‍্যাপটপে সিনেমার ফোল্ডারে ঢোকাতাম।

এখন আর সেসব হয় না।এই তো সেদিন ফ‍্যামিলি ম‍্যান টু দেখলাম, কোই রাখি নি তো।সে যাই হোক যে প্রসঙ্গে আলোচনা করতে আসলাম।সেটা হল অভ‍্যাস দোষে মাঝে মাঝে পুরনো সিনেমা দেখতে বসে যাই,যেগুলো স্বযত্নে রাখা আছে।

আপনারা কী জানেন সিনেমা আর কবিতা মিলে মিশে এক হয়ে যায়।জানেন বোধ হয়,এরকম একটা সিনেমা আমার সংরক্ষণ এ বহু দিন থেকে আছে।আর আমি যখনই ল‍্যাপটপ নিয়ে বসি ওই সিনেমাটার শেষটা একবার দেখবই।নিয়ম করে দেখি,এতো।সুন্দর, কোথাও কোন খামতি নেই,এটা মনে হয় পরিচালক কৌশিক গাঙ্গুলি ছাড়া সম্ভব নয়।

আপনার হয়তো এখন মনে হচ্ছে,মানে মাথায় আসছে,কোনটা যে বলবে,লোকটা তো সব গুলোই দারুণ বানিয়েছে।হ‍্যাঁ ওই দারুণ বানানোর যখন শুরু ওই পর্বের একটা সিনেমা,যখন তিনি বানাননি নগরকীর্তন এর মত বিখ্যাত সিনেমা...

সিনেমাটা শুরু হচ্ছে এলবার্ট কাম‍্যুর একটা লাইন দিয়ে-

Don't walk behind me,I may not lead.
Don't walk in front of me,I may not follow.
Just walk beside me and be my friend.

এতক্ষণ এ হয়তো ধরে ফেলেছেন,কোন সিনেমাটার কথা বলছি।হ্যা সেই বিখ্যাত ২০১৪ এর সিনেমা "খাদ।" নিউ মাল জংশন থেকে গল্পের শুরু...

আমি গল্পের ভেতরে যাচ্ছি না,একদম শেষে চলে যাচ্ছি, উত্তরবঙ্গের ডুয়ার্স তো দারুণ ব্যবহার করেছেন ঠিকই,তার সঙ্গে প্রত্যেকের আলাদা আলাদা গল্প।গল্প আগাতে থাকে।

কিন্তু প্রতিবার আমি আটকে যাই,ওখানে যেখানে কবিতাটা শুরু হয়।কবিতা বলছি কেন? দাঁড়ান সবার গল্প শেষ হয়ে গেলে পরে থাকে কি শূন্যতা। এই শূন্যতাতেই কবিতার জন্ম হয়।

তেমন এখানে সবার গল্প শেষের পরেই প্রকৃতিকে ক্যামেরার অ্যাঙ্গেলে মেলে ধরলেন পরিচালক। সকাল হচ্ছে নতুন এক দিন, রাত্রি শেষে সবাই নতুন দিনের আগমনে নেমেছে।

ঠিক সে সময়,একটা গভীর ধাক্কা!!এই যে ওপরে উঠিয়ে হঠাৎ করে নিচে নামিয়ে দেওয়া এটাই সিনেমা!!এটাই চমৎকারিত্ব!!

আমরা আবিষ্কার করলাম তাদের গল্প গুলো বলা হল তারা আসলে কেউ বেঁচে নেই।

ক্যামেরাটাকে ট্রাকের ওপর থেকে এমন ভাবে নিয়েছে যেন সবাইকে দেখা যায়।ক্যামেরা পেছাচ্ছে,তার সাথে সাথেই গানের মিউজিক শুরু হচ্ছে।একদিকে গল্প,মিউজিক,কথা,গান,ক্যামেরা সব একদম মিলেমিশে যাচ্ছে...

আর আমাদের অরিজিৎ বাবু,কি আর বলি তার কথা,তার গলার তো তুলনা হয় না,তবুও ওর গলায় যে দরদ আছে,তা সবাই এক বাক্যে স্বীকার করবে হয়তো...

গানটা শুরু হচ্ছে,সবাই জানেন...
প্রথমে স্তোত্র :

"অসতো মা সদ্গময়"

এবং তারপর সেই বিখ্যাত গলায়...

"বলে আয়রে ছুটে আয়রে ত্বরা
হেথা নাইকো মৃত্যু নাইকো জরা..."

সত্যিই এটা কবিতা, আমাকে প্রতিদিন ভাবায় এই জায়গাটা কি অসাধারণ নির্মাণ। আমি নিজেও অনেককে বলেছি, এই সিনেমাটায় জাদু আছে। তোরা দেখে নিস।তারাও দেখার পর এক বাক্যে তা স্বীকার করেছেন।

আপনারা সবাই দেখেছেন বোধ হয়, যারা দেখেননি, প্লিজ মিস করবেন না... দেখুন আজকেই....

© CinemaFamily. All rights reserved. Developed by Jago Desain