লিখেছেন : পরিচয় পাত্র
![]() |
Jeanne Dielman, 23, quai du Commerce, 1080 Bruxelles (1975) |
( বিখ্যাত ফিল্ম ম্যাগাজিন সাইট অ্যাণ্ড সাউণ্ড, প্রতি দশ বছরে একবার একটি আন্তর্জাতিক নির্বাচনের আয়োজন করেন সর্বকালের শ্রেষ্ঠ একশটি ছবির তালিকা বানাতে। এবারে শঁতাল আকেরমানের ভয়ানক কঠিন ছবি 'জিন দিয়েলমান' ফার্স্ট হয়েছে। )
এবছর, ২০২২ এ, আবার নির্বাচন অনুষ্ঠিত হল এবং সাইট অ্যাণ্ড সাউণ্ড আমাকে ভোট দিতে আহ্বান জানাল পৃথিবীর আরও ১৬৩৮ জনের সঙ্গে। সদ্য নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। দেখলাম, স্বাভাবিকভাবেই, আমার ভোট পাওয়া ১০ ছবির একটিও প্রথম দশে নেই, একটি কেবল প্রথম একশতে আসতে পেরেছে, উইরাসীথাকুলের 'ট্রপিক্যাল ম্যালাডি'। অবশ্য আমার নির্বাচিত পরিচালকদের (জাক রিভেত, এডওয়ার্ড ইয়াং) অন্য ছবি এই তালিকায় এসেছে কিছু কিছু। এই একশর লিস্টে একমাত্র ভারতীয় ছবি 'পথের পাঁচালী', যাকে আমি ভোট দিইনি। তার একটা কারণ আমি ক্যাননিক্যাল ছবি এড়াবার চেষ্টা করেছিলাম কিছুটা, অন্য কারণ সহজবোধ্য, যা নিয়ে বন্ধুদের সঙ্গে মতান্তর বা মনান্তর অব্ধি আমার আগে হয়েছে। যে দুটি ভারতীয় ছবি আমি বেছেছিলাম তারা 'সুবর্ণরেখা' আর 'সিদ্ধেশ্বরী'।
শঁতাল আকেরমানের ভয়ানক কঠিন ছবি 'জিন দিয়েলমান' ফার্স্ট হয়েছে, এই প্রথম মহিলা পরিচালকের ছবি ফার্স্ট হওয়ায় খুব হইহই। তদুপরি শঁতাল ছিলেন সমকামী, ইহুদি, ওঁর মা হলোকস্ট সারভাইভার এবং শঁতাল নিজে ২০১৫য় আত্মঘাতী হন। যারা ওঁর ছবি ভালবাসেন আর যারা বাসেন না সবাই খুব তর্ক করছেন।
তবে গোটা বিষয়ে আমার কাছে ধন্যবাদ পাবেন একজনই, তিনি ঋষি সুনক। যদিও ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট মহামান্য হিজ ম্যাজেস্টি'স গভর্নমেন্টের সংস্কৃতি মন্ত্রকের টাকায় চলে তবুও, পরম্পরা-সশ্রদ্ধ হয়েও, ঋষি সুনক দাবী করেন নি যে শঁতাল আকেরমানের বদলে বিবেক অগ্নিহোত্রীর ছবি শতাব্দীর শ্রেষ্ঠ ছবি বলে ঘোষণা করা অবশ্যকর্তব্য।