( মকবুল ফিদা হুসেন রাজস্থানে নিয়মিত যেতেন। ছবি আঁকার জন্য তিনি রাজস্থানকে বেছে নিয়েছিলেন। এবং তিনি তার পরিচালিত সেই তথ্যচিত্রে সেই রাজস্থানেরই নানান দৃশ্য তুলে ধরেছিলেন। )
লেখা: "সিনেমাফ্যামিলি" ডেস্ক

ভারতীয় চিত্রশিল্পী M. F. Hussain নামটি জগদ্বিখ্যাত। আমরা তার নানান চিত্রকর্ম সম্পর্কে জানি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না তিনি একটি তথ্যচিত্র বা documentary পরিচালনা করেছেন।
তার রচিত পরিচালিত সেই তথ্য চলচ্চিত্রের নাম "Through the Eyes of a Painter" "থ্রু দ্য আইজ অফ আ পেইন্টার"। 1967 সালে মুক্তিপ্রাপ্ত এই ভারতীয় চলচ্চিত্রটি প্রযোজনা করেছিল ভারত সরকারের Films Division বা ভারতীয় চলচ্চিত্র বিভাগ ।
মকবুল ফিদা হুসেন রাজস্থানে নিয়মিত যেতেন। ছবি আঁকার জন্য তিনি রাজস্থানকে বেছে নিয়েছিলেন। এবং তিনি তার পরিচালিত সেই তথ্যচিত্রে সেই রাজস্থানেরই নানান দৃশ্য তুলে ধরেছিলেন। তার নানান পরিচিত স্থান এবং দৃশ্য চিত্রায়িত করেছেন। তার প্রিয় স্থান দৃশ্য যেগুলো তার হৃদয়ের কোণে যায়গা করে নিত তা'ই যেন তুলে ধরতে চেয়েছিলেন সেই চলচ্চিত্রে।
পনেরো মিনিটের এই ছবিতে নেই কোনো সংলাপ। কিন্তু তথ্যচিত্রটির হৃদয় হল এর সঙ্গীত। সঙ্গীত রচনা করেছিলেন অন্ধ্র প্রদেশের এলচুরি বিজয়া রাঘব। একজন বিখ্যাত বাঁশি-বাদক হিসেবে তাকে হিন্দুস্তানি সঙ্গীতপ্রেমীরা সকলেই চেনেন। বিজয়া রাঘব রাও আরেক বাঁশি-বাদক রনু মজুমদারকে সঙ্গীতের প্রশিক্ষণ দেন । মকবুল ফিদা হোসেন বিজয়া রাঘব রাও সম্পর্কে বলেছেন, "তিনি আমার অনুভূতি ঠিকই বুঝেছেন এবং সঙ্গীত রচনা করেছেন, না হলে আমি শেষ হয়ে যেতাম।"
আমরা এই ছবিতে দেখতে পাই মকবুল হুসেনের ক্যামেরা যেন ছোট্ট একটি বাচ্চার মত দৃশ্য থেকে দৃশ্যান্তরে ছুটে চলেছে। স্কুলের বাচ্চা। তাদের চিৎকার কান্না। স্কুল-ঘণ্টা। স্নানরতা রাজস্থানী নারী। গৃহপালিত প্রাণী গরু। মরুভূমিতে বালিয়াড়ির স্তর। সুন্দর ভাস্কর্য সহ একটি জানালা। বাড়ির সামনে একটি নোংরা খাল। বাজপাখি উড়ছে। রাজস্থানী পুরুষ ও নারী। তাদের হেঁটে চলা। তাদের রোজকার জীবন। এইসবের মাঝে বারবার চলে এসেছে ছাতা লণ্ঠন আর জুতোর দৃশ্য। একটি দৃশ্য থেকে আরেক দৃশ্যে তার এই চলমানতা যেন একটি মুক্ত পাখির উড়ে চলা।

এম এফ হুসেন বরাবরই এক বিতর্কিত ব্যক্তিত্ব। এই তথ্যচিত্রও বিতর্কের সৃষ্টি করেছিল। এই চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের কারণে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হওয়ার পরেও দুর্ভাগ্যবশত এটি প্রদর্শন করা যায়নি।
তবে 1967 সালের জুলাইয়ে বার্লিনে অনুষ্ঠিত 17 তম "আন্তর্জাতিক বার্লিন গোল্ডেন বিয়ার" চলচ্চিত্র উৎসবে "থ্রু দ্য আইজ অফ আ পেইন্টার" চলচ্চিত্রটি প্রথম পুরস্কার লাভ করে ।